সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণির ৪র্থ MCT পরীক্ষা আগামী 12/03/2020 তারিখ রোজ শনিবার থেকে 18/03/2020 তারিখ রোজ বুধবার পর্যন্ত বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পূর্ণাঙ্গ সময়সূচি নোটিশ বোর্ড থেকে ডাউনলোড (http://www.pallabicollege.edu.bd/uploads/notice/MCT-4_Routine_for_1st_Year-2019(March).pdf) করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
বি.দ্র. : সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে পরীক্ষা কমিটির নিকট গ্রহণকৃত পরীক্ষার প্রশ্নপত্রের একটি কপি ও নম্বর শীট এবং খাতা সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।