পল্লবী (ডিগ্রী) কলেজ-এ স্বাগতম
১৯৯৩ সালের মে মাসে জনৈক রুহুল আমীন মাস্টারের সভাপতিত্বে, উপস্থিত স্থানীয় ১১৫ জন সুধী মিলে এলাকার উচ্চশিক্ষার সুবিধার্থে অত্র কলেজটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সভায় কলেজটি বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে ১জন সভাপতি, ২জন সহ-সভাপতি, ১ জন সম্পাদক এবং ৭ জন কার্যকরী সদস্যসহ মোট ১১ সদস্য বিশিষ্ট একটি সংগঠনিক/পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত সাংগঠনিক/ পরিচালনা কমিটি ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষ থেকে প্লট নং- ১০, রোড নং- ৯, ব্লক- এ, সেকশন- ১২, মিরপুর, ঢাকা ঠিকানায় একটি আধা-পাকা টিনশেড বাড়ির ৪টি কক্ষ ভাড়া নিয়ে একাদশ শ্রেণির কার্যক্রম শুরু করে।
তৎকালীন নবগঠিত পল্লবী থানার নামানুসারে কলেজের নামকরণ করা হয় “পল্লবী কলেজ”। বর্তমানে কলেজটি একই নামে ঢাকা মহানগরের মিরপুরস্থ রূপনগর থানায় অবস্থিত।
ঢাকার উত্তর জনপদে পল্লবী থানায় পল্লবী কলেজ ১৯৯৩ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সরকার কর্তৃক স্বীকৃতি ও অনুদান লাভ করে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। সহশিক্ষার এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় পাঁচশত ছাত্র/ছাত্রী অধ্যায়নরত এবং ৪২ জন শিক্ষক/কর্মচারী কর্মরত আছেন। কলেজটি ১৯৯৬ ইং সনে শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। ঢাকা গৃহ সংস্থান বিভাগ কর্তৃক মিরপুর সেকশন-৮ (দুয়ারিপাড়া) এর সংশোধিত বিস্তার নকশায়, মিরপুর হাউজিং এর প্রস্তাবনায় কলেজের জন্য নির্ধারিত বর্তমান জায়গায় প্লট নং- ১/১, রোড নং-৫, মিরপুর সেকশন-৮ (দুয়ারিপাড়া), রূপনগর, ঢাকা-১২১৬ ঠিকানায় পল্লবী কলেজটি পরিচালিত হচ্ছে।
পল্লবী কলেজটি ডিগ্রি স্তরের একটি প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যথাযথভাবে অনুমোদন প্রাপ্ত। এর ইআইআইএন- ১০৮৩৩৫, কলেজ কোড : ১২৮৩, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কোড (ডিগ্রি) : ৬৪৮৯। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নিয়মতান্ত্রিক গভর্নিং বডি দ্বারা পরিচালিত। বর্তমানে এইচএসসি পর্যায়ে ও ডিগ্রি (পাস) পর্যায়ে সুষ্ঠুভাবে কলেজটিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কলেজটি মে, ১৯৯৭ খ্রি. উচ্চ মাধ্যমিক স্তরে এবং অক্টোবর, ২০০২ খ্রি. স্নাতক (পাস) স্তরে এমপিওভুক্ত হয়। কলেজটির এমপিও কোড : ২৬১০০৭৩২০১।
ঢাকা- ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ -এর প্রত্যক্ষ সহযোগিতায় বর্তমানে কলেজটি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে।
কলেজের উত্তর দিকে পল্লবী ঝিল, মিরপুর ক্যান্টনমেণ্ট, বর্ধিত পল্লবীর ইস্টার্ন হাউজিং এবং আলোবদি গ্রাম; পূর্বে আনবিক শক্তি কমিশনের আবাসিক এলাকা, পল্লবী আবাসিক এলাকা এবং ঢাকা-উত্তরা মহাসড়ক, পশ্চিমে ত্রিশ ফুট চওড়া মহাসড়ক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আবাসিক এলাকা, পুনর্বাসন প্লট, বর্ধিত পল্লবীর ইস্টার্ন হাউজিং এবং তুরাগ নদী এবং দক্ষিণে গৃহায়ন কর্তৃপক্ষ ও ওয়াসার আবাসিক এলাকা, দুয়ারিপাড়া বাসস্ট্যান্ড এবং রূপনগর টিনসেড আবাসিক এলাকা অবস্থিত।
মোঃ মাহবুবুর রহমান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)